দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনায় প্রচারে ঝড় তুললেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি।
সোমবারের প্রচারসূচী অনুযায়ী, কাকদ্বীপে জনসভা সেরে ফলতা বিধানসভা কেন্দ্রে রোড শো করেন তিনি।
দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার। তাই নির্বাচনের মুখে দাঁড়িয়ে প্রথমে সভা করেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। দুপুর ২ টোয় কাকদ্বীপের অন্তর্গত ৫ নম্বর হাট ফুটবল গ্রাউন্ডে জনসভা করেন।
কাকদ্বীপে দ্বিতীয় দফার প্রচার সেরে, ধানকল মোড় থেকে ফলতা বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন তিনি। রোড শো শেষে ফলতা বাসস্ট্যান্ডে সভা করেন অভিষেক ব্যানার্জি।
সবকটি সভা থেকেই অভিষেক ব্যানার্জি তীক্ষ্ণ আক্রমণ শানান বিজেপিকে। বলেন, বাংলাকে দিল্লির কাছে বিক্রি হতে দেবেন না মমতা। ফের দাবি করেন, তৃণমূল ২৫০ আসন জিতে ফিরছে।