সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীদের জেতানোর আবেদন জানিয়ে বিবৃতি দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থার জন্য দীর্ঘদিন এক প্রকার গৃহবন্দী বুদ্ধদেব বাবু।
বিবৃতিতে বুদ্ধদেববাবু লিখেছেন, এই নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি সন্ধিক্ষণ। বর্তমান অবস্থার অবসান ঘটাতেই হবে। তিনি লেখেন, আজ বাংলার মানুষের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের মতে সংযুক্ত মোর্চা অন্ধকার থেকে রাজ্যকে বের করে আনতে পারবে।
সংযুক্ত মোর্চাকে জেতানোর পাশাপাশি তিনি প্রতিপক্ষ তৃণমূলকে তীব্র ভাষায় সমালোচনা করছেন। বিবৃতিতে তিনি লিখেছেন, দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ্যবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য, সে সময় কুটিল চিত্রনাট্যের চক্রান্তকারীরা আজ দু’দলে বিভক্ত হয়ে একে ওপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি করছে।
রাজ্যে যখন সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে হাই ভোল্টেজ ভোট চলছে তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সংযুক্ত মোর্চাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।