সঞ্জু’র নির্মাতাদের বিরদ্ধে মানহানির মামলার হুমকি আবু সালেমর।

ছবি’তে তাঁকে নিয়ে ভুল তথ্য দেখানো হয়েছে, যা তাঁর মানহানিরই সামিল। এই অভিযোগে সঞ্জয় দত্তের উপর নির্মিত বায়োপিক বলিউড ছবি ”সঞ্জু’র নির্মাতার বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিলেন জেলবন্দী গ্যাংস্টার আবু সালেম। ছবির পরিচালক রাজকুমার হিরানি, প্রযোজক বিধু বিনোদ চোপড়াসহ ছবিটির অন্যান্য নির্মাতা ও ডিস্ট্রিবিউটারদের উদ্দেশ্যে এই মর্মে এক নোটিশ পাঠিয়েছেন আবু সালেমের আইনজীবী। ছবিতে একটি দৃশ্যে দেখানো হয়েছে, যে সঞ্জয় দত্ত (ছবিতে রণবীর কাপুর) স্বীকার করেছেন যে ১৯৯৩ সালে তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রাখতে দিয়েছিলেন আবু সালেম। এই দৃশ্যেই আপত্তি একদা এই গ্যাংস্টারের। তাঁর আইনজীবীর দাবি, আবু সালেম কোনও দিনই সঞ্জয় দত্ত’কে আগ্নেয়াস্ত্র দেননি এবং তাঁদের কোনও দিন দেখাও হয়নি।
নোটিশে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে যদি এই ছবি থেকে এই বিতর্কিত দৃশ্যটি বাদ দেওয়া না হয়, তবে ছবির নির্মাতা, পরিচালক, প্রযোজক ও ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এই মুহূর্তে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়ে জেলে রয়েছেন আবু সালেম।

Leave A Reply

Your email address will not be published.