টানা বৃষ্টি ও হরিয়ানা থেকে জল ছাড়ার জের, দিল্লিতে জারি বন্যার সতর্কবার্তা।

বৃষ্টিটা শুরু হয়েছিল বৃহস্পতিবার রাত থেকেই। শুক্রবার সকাল হতেই দেখা যায় নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল এরিয়াসহ সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল। বহু রাস্তা জলের তলায় চলে গেছে। এর উপর হরিয়ানা বৃহস্পতিবার যমুনা নদীতে প্রায় ১.৩ লক্ষ কিউসেক জল ছাড়ায় উদ্বেগ আরও বেড়েছে দিল্লি প্রশাসনের। জানা গেছে, টানা বৃষ্টির জেরে এমনিতেই দিল্লির কাছ থেকে যমুনা নদীর জল বিপদসীমার কাছাকাছি রয়েছে। এর উপর হরিয়ানা জল ছাড়ায় উত্তর দিল্লির বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। হরিয়ানা থেকে ছাড়া এই বিপুল পরিমান জল দিল্লি পৌঁছতে মোটামুটি ৪৮ ঘণ্টা লাগবে। কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের তরফে দিল্লিতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। জল বাড়লে সরানো হতে পারে নীচু এবং বস্তি এলাকার প্রায় কুড়ি হাজার পরিবারকে। উদ্ধারকার্যের জন্য প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী বোর্টকে। শুক্রবার অতিরিক্ত জলা জমে যাওয়ায় ছুটি ঘোষণা করা হয়েছে গাজিয়াবাদ এলাকার সব স্কুলে।

Leave A Reply

Your email address will not be published.