গুলি- বোমার লড়াই নয়, নকশাল প্রভাবিত দান্তেওয়াড়াতে জয়েন্টে সাফল্য পেলেন একসঙ্গে ১৮ জন পড়ুয়া।

নকশাল প্রভাবিত ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় জয়েন্ট এন্ট্রান্সের প্রবেশিকা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন ১৮ জন পরীক্ষার্থী। সংবাদসংস্থা সূত্রে এই খবর জানা গিয়েছে। এই ১৮ জন ছাত্র-ছাত্রীর আপাতত প্রধান লক্ষ্য জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষাতে সাফল্য পাওয়া। এই ছাত্র-ছাত্রীরা আগামী দিনে আইআইটি বা এনআইটিতে পড়ার স্বপ্ন দেখছেন। এই পড়ুয়াদের সাফল্যে খুশি দান্তেওয়াড়ার প্রশাসনিক কর্তারাও। কালেকটর সৌরভ কুমার সংবাদসংস্থাকে জানিয়েছেন, দান্তেওয়াড়ার জন্য একটি অসাধারণ মুহুর্ত উপহার দিয়েছেন এই ছাত্র- ছাত্রীরা। দান্তেওয়াড়া মানেই যে পুলিশ- নকশাল গুলির লড়াই, বারুদের গন্ধ, মৃত্যু এবং তার জন্য সংবাদ শিরোনামে উঠে আসা, এই ধারনাটাতেই বদল আনতে পারেন এই ১৮ জন। সাফল্যের মধ্যে দিয়েও যে খবরের শিরোনামে উঠে আসতে পারে দান্তেওয়াড়া তাই করে দেখালেন এই সফল পরীক্ষার্থীরা। অ্যাডভান্স পরীক্ষাতেও যাতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন ওই পড়ুয়ারা তার জন্য সবরকম সহযোগিতা করবে প্রশাসন।

Leave A Reply

Your email address will not be published.