রাজনীতিতে যোগ না দেওয়ায় নিজেকে ‘বঞ্চিত’ মনে করছেন অঙ্কুশ?

এর আগে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর বিজেপিতে যোগদান নিয়ে একটি ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন অঙ্কুশ।

একুশের বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায়। তখনও টলিউড মহল নাম তুলছে রাজনীতি খাতায়। বাংলার রাজনীতিতে এমনই একটি আবহাওয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচন শুরুর মুহূর্তে আজ বিজেপিতে যোগ দিলেন বনি দাশগুপ্ত। টলিউড তারকাদের এমন পরিণতি দেখে ব্যঙ্গ করে অভিনেতা অঙ্কুশ হাজরা টুইট করলেন।

আজ দুপুরে বিজেপিতে যোগ দিয়েছেন বনি দাশগুপ্ত। খবরটি প্রকাশ্যে আসতেই নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন অঙ্কুশ। সেখানে ব্যঙ্গ করে লিখছেন, “এত left out কোনদিনও feel করিনি… হোলি আসছে তখনই না হয় গায়ের রং লাগাব।” অভিনেতা অঙ্কুশের পোস্টটি স্পষ্ট যেসব টলিউড তারকারা রাজনীতিতে যোগ দিয়েছেন তাঁরা একে একে রঙ বদলাতে শুরু করেছে। আর তাঁদেরই মাঝে নিজেকে বঞ্চিত বলে মনে করছেন।

সম্প্রতি, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর বিজেপিতে যোগদান নিয়ে একটি ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন অঙ্কুশ। শ্রাবন্তীর পর বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। অন্যদিকে তৃণমূলেও নাম লিখিয়েছে, সায়ন্তনী, রাজ চক্রবর্তী, জুন মালিয়ার মতো তারকারা।

Comments are closed.