‘আই লভ ইউ’ ছবির মধ্য দিয়ে প্রথম মুখ্য অভিনেত্রী হিসেবে সিনেমা জগতে পথ চলা শুরু। এরপর ‘বোঝে না সে বোঝে না’, প্রেম আমার’, ‘লে ছক্কা’, ‘হারানো প্রাপ্তি’ এর মতন একের পর এক হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন। বয়সের কাটা ৩৬ এ গিয়ে ঠেকলেও দিনে দিনে বেড়েই চলেছে তাঁর গ্ল্যামার। বহু বাঙালি পুরুষদের হার্টথ্রব পায়েল সরকার। নেট দুনিয়াতেও তাঁর চর্চা কিছু কম নয়। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই বোল্ড লুকে দেখা যায় তাঁকে। কখনো বাথরুমে অন্তবাস পড়ে আবার কখনও গায়ে একটা চাদর দিয়ে ছবি তুলে উষ্ণতা ছড়াতে দেখা যায় তাঁকে।
৩৬ বছর হয়ে গেলেও বয়সের চাপ পড়েনি এখনও। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা নন তিনি। মিডিয়ার আড়ালেই থাকতে পছন্দ করেন। যদিও গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকজনের সঙ্গে তাঁর নাকি সম্পর্ক চলছে। তবে সেসব কেবল গুঞ্জনই, হ্যাপিলি সিঙ্গেল রয়েছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকেন। ঘুম উড়ানোর মত একাধিক হট ফটোশু টের ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে।
View this post on Instagram
এবারও নেটবাসীদের নজর কাড়লেন নিজের হটনেস দিয়ে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ফটোশুটের ছবি শেয়ার করেছেন পায়েল। একেবারে নয়া রূপের জাদুতে সকলকে মুগ্ধ করতে অবতার হলেন। লেডি পাইলটের সাজে দেখা যায় তাঁকে। একটা সাদা শার্ট ব্ল্যাক ফর্মাল প্যান্ট, মাথায় টুপি আর সাথে ম্যাচিং টাই আর ব্যুট। মুহূর্তের মধ্যেই নেটিজেনদের নজর কাড়ে সেই ছবি। তবে এই ছবিটি কেবলই ফটোশুট নাকি তাঁর নতুন ছবির লুক, সেই ব্যাপারে কিছু জানাননি তিনি।
সম্প্রতি সোহমের সঙ্গে ‘হারানো প্রাপ্তি’ ছবিতে তাঁর অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়াও হইচই অরিজিনাল ওয়েব সিরিজ, ‘শব্দজব্দ’ এও তাঁর বোল্ড চরিত্রের প্রশংসা করেছে নেটিজেনরা। বর্তমানে নিজের নতুন ছবি, সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর পরিচালিত ‘বিয়ে ডট কম’ এর জন্য বেজায় ব্যস্ত অভিনেত্রী।