পুজোর ছুটিতে পাহাড়ে যাচ্ছেন! পর্যটকেদের জন্য থাকছে চমক

অনেকেই পুজোর ছুটি অন্যরকম কাটাতে বেড়াতে বেরিয়ে পড়েন। আর বাঙালির ঘুরতে যাওয়া মানেই সিংহ ভাগের গন্তব্য পাহাড়। ঘুরে বেড়ানোর পাশাপাশি আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন, তাহলে পাহাড়ে বেড়াতে গিয়ে আপনার জন্য থাকছে বিশেষ চমক। জানা গিয়েছে, ইতিমধ্যেই পাহাড়ে অ্যাডভেঞ্চার স্পোর্টস চালু করার কথা জানিয়েছে জিটিএ অ্যাডমিনিস্ট্রেশন। 

বর্ষার কারণে গত জুন মাস থেকে পাহাড়ে সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্টস বন্ধ ছিল। তবে পুজোর মরশুমে পর্যটকের সংখ্যা বাড়বে পাহাড়ে। তাঁদের মধ্যে অনেকেই অ্যাডভেঞ্চার প্রেমী। মূলত পর্যটকদের আকর্ষণ বাড়াতেই র‍্যাফটিং, প্যারাগ্লাইডিং ও সাইক্লিং-এর মতো অ্যাডভেঞ্চার এক্টিভিটি চালু হয়ে গেল পাহাড়ে। এছাড়াও সান্দাকফু ফালুট ট্রেকিং রুট সহ একাধিক অ্যাডভেঞ্চার এক্টিভিটি চালু হয়ে গিয়েছে। এবার পুজোয় অনেক পর্যটকের আগমন হবে বলে আশাবাদী জিটিএ কর্তৃপক্ষ। 

উল্লেখ্য এবারে পুজোয় পাহাড়ে যে রেকর্ড সংখ্যক ভিড় হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই উত্তরবঙ্গে যাওয়ার ট্রেনের টিকিট কার্যত পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এবারে অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের জন্য যে পাহাড় ভ্রমণ জমজমাট হয়ে উঠেব তা বলাই যায়। 

Comments are closed.