মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর শহরের বাজারগুলিতে অভিযান ইবির

মূল্যবৃদ্ধি নিয়ে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠকের পরই বাজারে অভিযান চালালো ইবি। শুক্রবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা প্রথমে হাতিবাগান বাজারে এবং পরে লেক মার্কেট ও সংলগ্ন বাজারগুলিতে অভিযান চালায়। গড়িয়াহাট বাজারেও অভিযান চালায়। মাছ, মাংস, সবজি ও ফলের দোকানদারদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। বাজারের ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। কাটা মুরগির দাম যেখানে প্রতি কেজিতে ১৮৫ টাকা সেখানে ২১০ টাকা লেখা রেট চার্ট চোখে পড়ে ইবি কর্তাদের। সেই বোর্ড খুলে দেন আধিকারিকরা বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার নবান্নে মূল্যবৃদ্ধি সংক্রান্ত বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে উপস্থিত ছিলেন,উচ্চ পদস্থ আধিকারিকরা। বৈঠক মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পেট্রোল- ডিজেল, টোল ট্যাক্স নিয়ে সবকিছুতেই দাম বাড়াচ্ছে কেন্দ্র। তিনি আরও বলেন, উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে ভোট মিটতেই বেড়ে চলেছে জ্বালানির দাম।

Comments are closed.