হিমশৈলের চূড়া মাত্র; করোনা নিয়ে ফের বিশ্ববাসীকে সতর্ক করল WHO 

করোনা নিয়ে ফের বিশ্ববাসীকে চূড়ান্ত সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঝে মহামারীর প্রকোপ বেশ কিছুটা কম ছিল। কিন্তু সম্প্রতি ফের হুহু করে বাড়ছে সংক্রমণ। গত ১ সপ্তাহে সারা পৃথিবীতে কোভিডে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি। যার জেরেই ফের চিন্তিত WHO। বেড়ে চলা সংক্রমণ দেখে সংস্থার তরফে এদিন বলা হয়, এখন যা পরিস্থিতি তা হিমশৈলের চূড়া মাত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। 

চিন্তা বাড়াচ্ছে চীন এবং দক্ষিণ কোরিয়ার করোনা পরিস্থিতি। দুই দেশেই পরিস্থিতি অত্যন্ত উদ্বেজনক। দক্ষিণ কোরিয়ার এদিন আক্রান্তের পরিমাণ ৪ লক্ষেরও বেশি। WHO এর এক আধিকারিকের কথায়, বিধি নিষেধ কিছুটা শিথিল করার ফলেই এই পরিস্থিতিতে। এখনই সতর্ক না হলে ভবিষ্যৎ পরিস্থিতি আরও জটিল হবে। 

WHO এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৮%। চীনের বেশ কয়েকটি প্রদেশে ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছে সে দেশের সরকার। এদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউ চললেও পরিস্থিতি বেশকিছুটা নিয়ন্ত্রণে। যদিও WHO-এর সতর্কতা ভাবাচ্ছে গোটা বিশ্বকে।

Comments are closed.