আগরতলা বিমানবন্দরের নাম বদল করল বিজেপি সরকার।

আগরতলা বিমানবন্দরের নতুন নামকরণ করল কেন্দ্রীয় সরকার। এতদিন আগরতলা এয়ারপোর্ট নামে পরিচিত এই বিমানবন্দরের নতুন নাম করা হয়েছে মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর বিমানবন্দর। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মার্চ মাসের গোড়ায় ত্রিপুরায় সিপিএমকে হারিয়ে বিজেপি সরকার গঠনের পর এই নিয়ে দ্বিতীয়বার কোনও জায়গার নাম বদলের ঘটনা ঘটল। এর আগে আগরতলায় মার্ক্স-এঙ্গেলস সরণির নাম বদলে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের সিপিএম সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে তার আদর্শগত মোকাবিলার কাজ শুরু হয়েছে। রাস্তার নাম বদল থেকে শুরু করে বিমানবন্দরের নতুন নামকরণ তারই একটা প্রক্রিয়া। বিজেপির বক্তব্য, ত্রিপুরার মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোরের দান করা জমিতেই ১৯৪২ সালে আগরতলায় বিমানবন্দর গড়ে উঠেছিল। তাঁকে সম্মান জানাতেই তাঁর নামে বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.