ত্রিপুরায় পালিত হল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ট্যুইটে শুভেচ্ছা মমতা-অভিষেকের

পূর্ব কর্মসূচি অনুযায়ী ত্রিপুরাতেও পালিত হল তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। শনিবার সকালে সে রাজ্যের ছাত্র নেতৃত্বের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, রাজ্য সম্পাদক কুণাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। আগরতলা সার্কিট হাউসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন শান্তনু সেন, পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন কুণাল ঘোষ। সেই সঙ্গে ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন ছাত্র নেত্রী সোলাঙ্কি সেন।

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন ঘাসফুল শিবিরের একগুচ্ছ কর্মসূচি রয়েছে ত্রিপুরায়। ত্রিপুরার প্রায় প্রতিটি কলেজের সামনে ভার্চুয়ালি দলনেত্রী মমতা ব্যানার্জির বক্তৃতা শোনানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিক্ষক ছাঁটাই সহ একাধিক দাবি নিয়ে এদিন আগরতলায় মিছিল করবে তৃণমূল নেতৃত্ব।

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শনিবার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। ট্যুইটে তিনি লেখেন, দলে ছাত্রছাত্রীদের অবদানের জন্য তিনি গর্বিত। সেই সঙ্গে গণতন্ত্র ধ্বংসকারী শক্তির বিরুদ্ধে ছাত্রসমাজকে লড়াইয়ে আহ্বান জানান তিনি।

দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও ট্যুইটে বিশেষ বার্তা দেন। ছাত্রছাত্রীরাই আমাদের গর্ব উল্লেখ করে ট্যুইটে অভিষেক লেখেন, আমাদের একত্রিত হয়ে এই দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে।

Comments are closed.