জম্মু-কাশ্মীর সফরে অমিত শাহ

জম্মু-কাশ্মীর সফরে শনিবার জম্মু পৌঁছোলেন বিজেপি সভাপতি অমিত শাহ। মেহেবুবা মুফতির ইস্তফার পর এই প্রথম অমিত শাহের মত কোন শীর্ষ বিজেপি নেতা উপত্যকায় পা রাখলেন। বিজেপি সভাপতির এই সফর তাই রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি- পিডিপি জোট সরকার থেকে বিজেপির সমর্থন প্রত্যাহার, মেহবুবা মুফতির ইস্তফার পর রাজ্যে এখন চলছে রাজ্যপালের শাসন। জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তবে সংবাদসংস্থা সূত্রে খবর, তিনি জম্মু-কাশ্মীর রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে অংশ নেবেন। আলাদা করে কথা বলবেন বিভিন্ন জেলার শীর্ষ পদাধিকারীদের সঙ্গেও। জম্মু-কাশ্মীরে জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার  করে নেওয়ার পর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি যাচাই করে নেওয়ার উদ্দেশ্যেই অমিত শাহের এই সফর বলে মনে করা হচ্ছে। সদ্য ভেঙে যাওয়া বিধানসভায় পিডিপি-র বিধায়ক সংখ্যা ছিল ২৮ এবং দ্বিতীয় বৃহত্তম হিসেবে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল ২৫। সূত্রের খবর, বিধানসভা ভোট হলে যাতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারে তার জন্য সার্বিক রণকৌশল নিয়েও রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন অমিত শাহ।

Leave A Reply

Your email address will not be published.