ভোট পরবর্তী অশান্তির ঘটনায় সিবিআইয়ের তলব, পাল্টা নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অনুব্রত 

ভোট পরবর্তী অশান্তির ঘটনায় সিবিআইয়ের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টে গেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবারই তিনি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন বলে খবর। জানা গিয়েছে, বৃহস্পতিবার শুনানি রয়েছে। 

সূত্রের খবর, ৩১ ডিসেম্বর ভোট পরবর্তী অশান্তির ঘটনায় অনুব্রত মণ্ডলকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। নোটিস অনুযায়ী বৃহস্পতিবার তাঁর সিবিআই দপ্তরে হাজিরা দেওয়া কথা। তার আগেই সিবিআইয়ের তলবকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন তিনি। 

উল্লেখ, একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ২ মে বীরভূমের ইলামবাজারের গোপালনগর নামে একটি গ্রামে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বিজেপি কর্মী গৌরব সরকার খুন হন বলে অভিযোগ। এই ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মী রয়েছে বলে বিজেপি অভিযোগ করে। 

পরে সিবিআইয়ের হাতে এই তদন্তভার গেলে, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে অনুব্রতের নাম উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের। সেই মতোই এর আগে দু’বার তৃণমূল নেতাকে তলব করে সিবিআই। যদিও তখন অসুস্থ থাকায় তিনি হাজিরা দেননি। এবার এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। 

Comments are closed.