সাভারকরকে নিয়ে ট্যুইট, অপর্ণা সেনের ‘পরিবর্তিত’ অবস্থানে বিপাকে বঙ্গ বিজেপি!

জিয়াগঞ্জের খুন হওয়া স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পালের আরএসএস যোগের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার প্রার্থনা করেছিলেন। অভিনেতা তথা চিত্র পরিচালক অপর্ণা সেনের সেই ট্যুইটকে হাতিয়ার করে রাজ্য সরকারকে আক্রমণের সুর চড়িয়েছিল বিজেপি। দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে স্থানীয় নেতা, অপর্ণা সেনের মন্তব্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল গেরুয়া শিবির। সেই অপর্ণা সেনেরই পরবর্তী ট্যুইট নিয়ে মহা বিপাকে পড়ল বিজেপি।

মহারাষ্ট্র নির্বাচনের প্রাক্কালে আরএসএস নেতা বিনায়ক সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠেছে। এই দাবি তোলার পিছনে রয়েছেন মহারাষ্ট্রের বিজেপি নেতারা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, তাতে সরাসরি সমর্থন রয়েছে গেরুয়া শিবিরের জাতীয় নেতৃত্বের। এবার এই দাবিকে তীব্র কটাক্ষ করে ট্যুইট করলেন অপর্ণা সেন।
বৃহস্পতিবার গভীর রাতে অপর্ণা সেনের ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়, ‘সাভারকরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে? কিন্তু সেলুলার জেল থেকে মুক্তি পেতে তিনি কি ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করে ৪ টি চিঠি দেননি, নাকি আমার ইতিহাস জ্ঞানই পুরো ভুলে ভরা?’

অপর্ণা সেনের গভীর রাতের এই ট্যুইটেই বিপাকে পড়েছে বিজেপি। জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে যে অপর্ণার ভূমিকা নিয়ে উদ্বাহু হয়েছিল বিজেপি, সেই অপর্ণাই এবার তীব্র ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে ট্যুইট করেছেন বিজেপির পরম শ্রদ্ধেয় এক ব্যক্তিত্বকে নিয়ে। ফলে কার্যত শ্যাম রাখি, না কূল রাখি দশা বিজেপির।
দেশে অসহিষ্ণুতার বাতাবরণ নিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়ে গেরুয়া শিবিরের তুমুল আক্রমণের মুখে পড়েছিলেন অপর্ণা সেন সহ ৪৯ জন বিদ্বজ্জ্বন। বিহারে তাঁদের বিরুদ্ধে এফআইআর অবধি দায়ের হয়। পরে অবশ্য প্রবল জনমতের চাপে বিহার পুলিশ এফআইআর খারিজ করে
এরই মধ্যে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মৃত ব্যক্তির আরএসএস পরিচয় উল্লেখ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন অপর্ণা সেন। অপর্ণার ট্যুইটের কথা তুলে ধরে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের দিকে আক্রমণ শানাতে থাকেন দিলীপ ঘোষরা। কিন্তু তার ক’দিনের মধ্যেই সম্পূর্ণ বদলে গেল পরিস্থিতি।
দু’দিন আগে যে অপর্ণার ট্যুইটকে তুলে ধরে রাজ্যকে আক্রমণ শানানো হচ্ছিল, সেই অপর্ণা সেনই পরের ট্যুইটে বিজেপির শ্রদ্ধার পাত্রকে এভাবে কার্যত ব্যঙ্গ করায় দিশেহারা বঙ্গ বিজেপি। এদিকে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডাক দিয়েছেন দেশের নতুন ইতিহাস লেখার। তারপরই অপর্ণা সেন, ট্যুইটে নিজের ইতিহাসজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে আসলে অমিত শাহদের ইতিহাস বদলের প্রয়াসকেই কটাক্ষ করেছেন, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।

Comments are closed.