বার্লাকে মন্ত্রী করে বাংলা ভাগে মদত বিজেপির, ব্যাপক আন্দোলনের প্রস্তুতি তৃণমূলের

জন বার্লাকে মন্ত্রী করার নেপথ্যে বিজেপির বাংলা ভাগের পরিকল্পনা রয়েছে, এই অভিযোগে এবার রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়াতে চলেছে তৃণমূল।

তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি বলেন, বিজেপি এমন একজনকে মন্ত্রী করেছে যিনি বাংলা ভাগ চায়। পাহাড় নিয়ে এধরনের রাজনীতি আগেও হয়েছে বলে দাবি করেন পার্থ চ্যাটার্জি।

বাংলা থেকে চার সাংসদকে কেন্দ্রের প্রতিমন্ত্রী করা হয়েছে। যার মধ্যে দু’জন উত্তরবঙ্গ থেকে। জন বার্লাকে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

গত জুন মাসে তিনি পৃথক উত্তরবঙ্গের দাবি তোলেন। তাঁর অভিযোগ, উত্তরবঙ্গ সবসময় বঞ্চিত। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে উন্নয়নের কাজ হয়নি। দক্ষিণবঙ্গ থেকে পৃথক হলেই উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব।

জন বার্লাকে মন্ত্রী করার প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন, নির্বাচনে হারের পর বিজেপি বাংলা ভাগের উস্কানি দিতে চাইছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জনাব।

উত্তরবঙ্গ মূলত পর্যটন এবং চা শিল্পের উপর নির্ভরশীল। পর্যটন বা বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলে উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন হত। জন বার্লাকে বাংলা ভাগের উস্কানি দেওয়ার পুরস্কার হিসেবেই মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীর। তিনি আরও বলেন, বাংলা ভাগের বিরুদ্ধে তৃণমূলের লড়াই জারি থাকবে। আমরা উত্তরবঙ্গের মানুষকে বোঝাবো শুধুমাত্র বাংলা ভাগ করতে চায় এমন শক্তিকে মদত দিতেই বিজেপি জন বার্লাকে মন্ত্রী করেছে।

Comments are closed.