১ দিনেই মামলা শুনে অপরাধীকে যাবজ্জীবন সাজা ঘোষণা, দেশের দ্রুততম শুনানির নজির গড়ল বিহারের পকসো কোর্ট

বিহারের এক অখ্যাত জেলা আরারিয়া। সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে এক ঘটনাকে কেন্দ্র করে। দেশের দ্রুততম শুনানির রেকর্ড গড়েছে আরারিয়া জেলার পকসো কোর্ট। একদিনের মধ্যেই শুনানি শুনে অভিযুক্তর সাজা ঘোষণা করেছেন বিচারপতি।

অক্টোবরের ৪ তারিখ এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের মামলায় বিচারপতি শশীকান্ত রায় একদিনের মধ্যেই শুনানি শুনে অভিযুক্তর যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন। একই সঙ্গে অভিযুক্তকে সাত লক্ষ টাকার জরিমানা করেছে কোর্ট। নির্যাতিতার পরিবারের হাতে সাত লক্ষ টাকা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি শশীকান্ত রায়। এই ঘটনা প্রকাশ্যে আসতে দ্রুত বিচার ব্যবস্থাকে কুর্ণিশ জানাচ্ছেন অনেকে।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৩ জুলাই। আরারিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওইদিন থানায় যৌন নির্যাতনের একটি মামলা দায়ের হয়। অভিযোগ পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষ করে, ১৮ সেপ্টেম্বর পকসো কোর্টে চার্জশিট জমা দেয় তদন্তকারী দল। চার্জশিট জমার দু’দিনের মধ্যেই জাস্টিস রায় সমস্ত স্বাক্ষী এবং আরারিয়া মহিলা থানার এসএইচও-কে ৪ অক্টোবর আদালতে হাজির থাকার নির্দেশ দেন।

এদিনই বিচারপতি দু’পক্ষের সওয়াল জবাব শুনার পর অভিযুক্তর যাবজ্জীবন সাজার ঘোষণা করেন।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে মধ্যপ্রদেশের দাতিয়া জেলার কোর্ট একটি ধর্ষনের মামলায় শুনানি শুরুর তিন দিনের মধ্যে সাজা ঘোষণা করেছিলেন। সম্প্রতি আরারিয়া জেলার পকসো কোর্ট সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল।

Comments are closed.