গোয়ায় বাবুল সুপ্রিয়র ওপর সশস্ত্র দুষ্কৃতী হামলা

গোয়ায় আক্রান্ত হলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। রবিবার একটি টুইট করে তিনি জানান, স্থানীয় রাজনৈতিক দল আশ্রিত এক দুষ্কৃতী ধারাল অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে। ওই রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপির সাহায্যে নির্বাচনে লড়াই করছে।

তাঁর ওপর হামলা নিয়ে একের পর এক টুইট করেছেন বাবুল সুপ্রিয়। জানিয়েছেন, আমি একাই ওই দুষ্কৃতীকে দমন করতে পারতাম। কিন্তু ওই ঘটনার পর পুলিশ চলে আসে। তবে এই ঘটনার পর কোনও এফআইআর দায়ের হয়নি। বাবুলের কথায়, এফআইআর করলেও কোনও লাভ হত না। তিনি লেখেন, সাধারণ মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার সবার আছে। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি গোয়ায় এক দফায় নির্বাচন। সেখানে ফলাফল ঘোষণা ১০ মার্চ।

গোয়াকে পাখির চোখ করেছে তৃণমূল। ইতিমধ্যেই সেখানে বারবার যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের মহিলাদের মাসিক ৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments are closed.