তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, প্রচারের গাইডলাইন তৈরি করেছে ঘাসফুল শিবির

এই মাসেই তৃণমূলের ২১ শে জুলাই। আর ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এইবার প্রচারের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রচার নিয়ে গাইডলাইন বানানো হয়েছে। সেই গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিতে।

জানা গিয়েছে, ২১শে জুলাইয়ের ফ্লেক্স, ব্যানার নির্দিষ্ট ডিজাইনের হবে। ফ্লেক্সের ডিজাইন কেমন হবে, তা জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফ্লেক্সের নীচে থাকবে শুধু সংগঠনের নাম। সৌজন্য দিয়ে অন্য কোনও ব্যক্তির নাম রাখা যাবে না। দেওয়াল লিখনে জোর দিতে বলা হয়েছে জেলা নেতৃত্বকে। তৃণমূল নেত্রীর লড়াইকে প্রচারের মাধ্যমে তুলে ধরার কথা বলা হয়েছে। বলা হয়েছে, বিভিন্ন জেলা থেকে আগত মানুষরা থাকবেন সল্টলেক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, বড়বাজার-সহ একাধিক জায়গায়। সেই ব্যাবস্থাই করা হচ্ছে দলের পক্ষ থেকে। উত্তরবঙ্গের প্রচারের ক্ষেত্রে সেখানে উন্নয়নের জন্য কী কী কাজ করেছেন দলনেত্রী, তার উল্লেখ থাকবে। জঙ্গলমহল প্রচারের ক্ষেত্রেও একই নিয়ম মানা হবে।

করোনার জন্য গত দুবছর ভার্চুয়ালি ২১ জুলাই পালন করেছিল তৃণমূল কংগ্রেস। তাই এবার ২১ এর মঞ্চ তৈরি করে তাল লাগিয়ে দিতে চাইছে রাজ্যের শাসক দল। মূলত ২০২৪ এর লোকসভা ভোটের প্রস্তুতি ২১ জুলাই থেকেই শুরু করতে চাইছে তৃণমূল। বাংলা ছাড়াও রাজ্যের বাইরেও ২১ জুলাই-এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একাধিক রাজ্যে ভার্চুয়ালি মমতা ব্যানার্জির ভাষণ শোনানো যাবে বলে জানা গিয়েছে। দিল্লিতেও মমতা ব্যানার্জির ভাষণ শোনানো হবে বলে জানা যাচ্ছে।

Comments are closed.