ভারত-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচের জন্য মঙ্গলবার অর্ধদিবস ছুটি ঘোষণা অসম সরকারের

মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া এ সি এ ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামছে ভারত ও শ্রীলঙ্কা। আর এই উপলক্ষ্যে মঙ্গলবার অসমে অর্ধদিবস ছুটি। বিজ্ঞপ্তি দিয়ে অসম সরকার জানিয়েছে, গুয়াহাটি তথা কামরূপ মেট্রোপলিটন জেলায় অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ওইদিন সব সরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ দুপুর ১ টার পর বন্ধ হয়ে যাবে।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে ৩ টি ম্যাচ হবে। সেই ম্যাচের প্রথম খেলাটি হচ্ছে গুয়াহাটিতে। স্টেডিয়াম ঘুরে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রশাসনকে তিনি কড়া নির্দেশ দিয়েছেন। স্টেডিয়ামের চত্ত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ওই স্টেডিয়ামে ৪০ হাজার দর্শক বসার ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই ২০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দুই দেশের ক্রিকেটাররা চলে এসেছেন গুয়াহাটি শহরে। সোমবার দিনরাত তাঁরা প্র্যাকটিস করছেন ওই স্টেডিয়ামে।

উল্লেখ্য, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে অসম সরকারের। ভারত এবং শ্রীলঙ্কার এই ম্যাচ ভালোভাবে সম্পন্ন হলে এই বছর আইসিসি মেনস বিশ্বকাপের আয়োজন করা হতে পারে এই স্টেডিয়ামে।  তাই এই ম্যাচ ঘিরে আলাদা উম্মাদনা তৈরি হয়েছে।

Comments are closed.