বছর শুরুর দিনেই দাম কমল রান্নার গ্যাস সিলিন্ডারের

১০০ টাকা দাম কমে রান্নার গ্যাস সিলিন্ডারের

নতুন বছরের শুরুতেই দাম কমল রান্নার গ্যাস সিলিন্ডারের। দাম কমল ১০০ টাকা। তবে এই দাম কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ঘরোয়া রান্নার গ্যাসের দামের কোনও পরিবর্তন হয়নি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এইকথা জানানো হয়েছে।

ডিসেম্বর মাসের প্রথমেই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ১০৩ টাকা ৫০ পয়সা বেড়েছিল। ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছিল ২,১৭৭ টাকা। নভেম্বর মাসেও দাম বাড়ে ২৭০ টাকা। পুজোর মুখে ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ানো হয়।

১০০ টাকা দাম কমার ফলে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে হয়েছে সিলিন্ডার পিছু ২,‌০০১ টাকা৷ কলকাতায় এলপিজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২,০৭৭ টাকা হয়েছে ৷ মুম্বইয়ে সেই দাম ১,৯৫১ টাকা ৷ অন্যদিকে দিল্লি ও মুম্বইয়ে ১৪.২ ভর্তুর্কিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৯৯.৫০ টাকা ৷ কলকাতায় সেই দাম ৯২৬ টাকা ৷ চেন্নাইয়ে দাম ৯১৫.৫০ টাকা।

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও ডলার টাকার বিনিময় হারের উপর ভারতে গ্যাসের সিলিন্ডারের দাম নির্ভর করে। গত বছরে একাধিকবার বাড়ে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এই বছরের শুরুতেই দাম কমল। এবার সারা বছর দাম কতটা কমে না বাড়ে সেটাই দেখার।

Comments are closed.