স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সকাল থেকে বন্ধ ব্যান্ডেল-কাটোয়া ট্রেন চলাচল

স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সকাল থেকে বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল। সকাল ৯ টার সময় ব্যস্ত অফিস টাইমে ব্যান্ডেল কাটোয়া শাখার সোমরা বাজার ও বেহুলা স্টেশনের মাঝামাঝি এলাকায় একটি স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরফলে ব্যান্ডেল কাটোয়া শাখার আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার সকালে অফিস টাইমে ব্যান্ডেল স্টেশনে ভিড়। অফিস যাত্রীদের ভিড়ের মধ্যেই হঠাৎ জানা যায়, ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল বন্ধ। মাথায় হাত পড়ে নিত্যযাত্রীদের। জানা যায় একটি স্পেশাল ট্রেন রেলের অফিসারদের নিয়ে জঙ্গিপুর যাচ্ছিল। সেটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তাই বন্ধ ট্রেন চলাচল। ব্যান্ডেল থেকে নবদ্বীপ কাটোয়া যাওয়ার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, নিত্যদিন কোনও না কোনও সমস্যার মুখে পড়তে হয় এই লাইনে। ট্রেন সময় মতন না আসায় অফিস ঢুকতে দেরি হয়ে যায় প্রতিদিন। বেলা বাড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে।

Comments are closed.