ঢাকায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু কমপক্ষে ৭ জনের

বাংলাদেশের রাজধানী ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু কমপক্ষে ৭ জনের। আহত আরও ৫০।

রবিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারের শরমা হাউস বিস্ফোরণে কেঁপে ওঠে। বিকট শব্দের সঙ্গে হঠাৎ আগুন লেগে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল আশপাশের কয়েকটি বাড়ি ও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে ৩ টি বাস।

ওই হাউসের ভিতরে বেশ কয়েকটি দোকান ছিল। একটি সংবাদমাধ্যমের অফিস, শোরুম ও একটি স্টুডিও ছিল। হাউসের নীচে একটি ফাস্ট ফুডের দোকানও ছিল। বিস্ফোরণে আহতদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বেশ কয়েকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে যায় দমকল। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ না জানা গেলেও জঙ্গিযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঢাকা মেট্রোপলিটন পুলিস কমিশনার সফিকুল ইসলাম জানিয়েছেন, গ্যাস লিকের কারণে বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণের কারণ জানতে কমিটি গঠন করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের প্রধান।

Comments are closed.