জেতার পর প্রথমবার কৃষ্ণনগরে গিয়ে বিজেপি ভাঙলেন মুকুল, তৃণমূলে যোগ শতাধিক নেতা কর্মীর

তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের পরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল বঙ্গ বিজেপিতে ভাঙ্গন ধরতে চলেছে। মুকুল রায়ের ঘর ওয়াপসির পর বেশকিছু দল ত্যাগের ঘটনাও ঘটে। তবে এবার নিজে উপস্থিত থেকে গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরালেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়।

নির্বাচনে জয়ের পর রবিবারই প্রথম নিজের বিধানসভা কেন্দ্রে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন পুত্র শুভ্ৰাংসু রায়। কৃষ্ণনগরের মাটিতে পা দিয়ে এদিন তিনি দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। কৃষ্ণনগর ৩৪ নম্বর জাতীয় সড়কের সামনে একটি রেস্তোরাঁরতে দুপুরের খাওয়া দাওয়া করেন এবং কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

ওই বৈঠকেই মুকুল রায়ের নির্বাচনী এজেন্ট তথা বিজেপি নেতা অরূপ রায় পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন। এছাড়াও রবিবার বেশকিছু প্রাক্তন কাউন্সিলর সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে দ্বিতীয়বার বিজেপির টিকিটে ভোট যুদ্ধে নেমেই সম্মানের সঙ্গে জয়লাভ করেন মুকুল রায়। একুশের ফলাফলের কিছু দিন পরেই তিনি তৃণমূলে ফিরে আসেন। মুকুল রায়ের পাশাপাশি একুশের ফল প্রকাশের পর অনেক বিজেপি নেতাই তৃণমূলে ফিরে আসছেন। কয়েকজন আবার দলে থেকেই বেসুরো।

কিছুদিন আগেই আলিপুরদুয়ার জেলার বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দেন। আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যদিকে এদিনই আসানসোলের বিজেপির জেলা সম্পাদক মদনমোহন চৌবেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন।

সব মিলিয়ে একুশের ফল প্রকাশের পর ফের একবার দলত্যাগের স্বাক্ষী থাকছে রাজ্যবাসী। যদিও দলবদলুদের এবারের গন্তব্য তৃণমূলমুখী।

Comments are closed.