আজ থেকে বদলাচ্ছে ব্যাঙ্ক খোলার সময়,কী জানাল RBI ?

গ্রাহকদের সুবিধার জন্য বড়সড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আজ অর্থাৎ ১৮ এপ্রিল সোমবার থেকে ব্যাঙ্ক খোলার সময়ের পরিবতর্ন হচ্ছে। এবার থেকে ব্যাঙ্কের কাজের জন্য আরও এক ঘন্টা বেশি সময় পাবেন গ্রাহকরা।

আরবিআই নতুন বিবৃতি জারি করে জানিয়েছে, এদিন থেকে সকাল ১০ টার পরিবর্তে সকাল ৯ টার মধ্যেই খুলে যাবে ব্যাঙ্ক। যার ফলে বাড়তি ১ ঘন্টা করে বেশি সময় পাবেন গ্রাহকরা। সেই সঙ্গে এক ঘন্টা আগে খুললেও ব্যাঙ্ক বন্ধের সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আগের মতোই বিকেল ৫ টায় বন্ধ হয়ে যাবে ব্যাঙ্কের কাজ। জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক সহ মোট ৭ টি সকরারি ব্যাঙ্ক এবং ২০ টি বেসরকারি ব্যাঙ্কের জন্য এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। মূলত ব্যাঙ্কের কাজ বেড়ে যাওয়ার কারণেই গ্রাহকদের কথা চিন্তা করে আরবিআইয়ের এই সিদ্ধান্ত।

Comments are closed.