মাস্ক না পরার অপরাধে এক মহিলাকে চুলের মুঠি ধরে লাথি-ঘুসি, ভিডিও ভাইরাল

দেশ জুড়ে করোনা অতিমারি ভয়াবহ আকার নিয়েছে। দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যর গ্রাফ যেন নামতেই চাইছে না। এই সঙ্কটের সময় অনেক রাজ্যই সম্পূর্ণ লকডাউনের পথ বেছে নিয়েছে। সংক্রমণ রুখতে সরকারি স্বাস্থ্য দফতরের নির্দেশ, মুখে সবসময় মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক।

কিন্তু কিছু মানুষ নাছোড়বান্দা! মাস্ক ছাড়াই বাইরে বেরোচ্ছেন। সরকারি কোভিড বিধি না মানার দরুন, মাস্ক ছাড়া বাইরে বেরিয়ে পুলিশের হাতে মার খেলেন এক মহিলা। সেই ভিডিওই এখন নেট দুনিয়ায় ভাইরাল।

ঘটনাটি মধ্যপ্রদেশের। ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্ক না পরে রাস্তায় বেরোনোর অপরাধে প্রকাশ্যই কয়েকজন মহিলা কনস্টেবেল এক মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে থানায়। সেই সঙ্গে চলছে চলের মুঠি ধরে লাথি, ঘুসি। পুলিশের সামনে দাঁড়িয়ে হতভম্ভ হয়ে সেই ঘটনা দেখছে ওই মহিলার ছোট্ট মেয়ে। এরপর মেয়ের সামনেই মাকে তোলা হয় পুলিশের ভ্যানে।

জানা গিয়েছে ওই মহিলার বাড়ি মধ্যপ্রদেশের সাগর জেলায়। রোজকার মতই ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। বাজারে যাওয়ার সময় মহিলার মুখে কোন মাস্ক ছিল না। পুলিশের নজরে আসতেই তার উপর চড়াও হয় পুলিশ। তারপরই ঘটে সেই কাণ্ড।

Comments are closed.