শিশির অধিকারী-সুনীল মণ্ডলের সাংসদপদ খারিজ করতে স্পিকারকে ফোন সুদীপ ব্যানার্জির

স্বপন দাশগুপ্ত পুনরায় রাষ্ট্রপতির মনোনয়ন পেয়ে রাজ্যসভায় ঢোকার পর বাড়তি তৎপরতা ছিল তৃণমূলের মধ্যে। দলের তরফে চিঠি দেওয়া হয়েছিল। এবার খোদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে ফোন করে শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের সাংসদপদ খারিজের দাবি জানালেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি। ব্যবস্থার আশ্বাস স্পিকারের। 

শিশির অধিকারী এবং সুনীল মণ্ডল, এখনও খাতায় কলমে তৃণমূল সাংসদ। এদিকে ভোটের মুখে দু’জনেই বিজেপিতে যোগ দিয়েছেন। এই দু’জনের সাংসদপদ খারিজের দাবি জানিয়ে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি ফোন করেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। 

সুদীপ ব্যানার্জি জানিয়েছেন, এতদিন করোনার কারণে লোকসভায় যাননি তিনি। বুধবার তিনি তৃণমূলের চিঠির কথা জানতে পেরেছেন। যত দ্রুত সম্ভব এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সুদীপকে জানিয়েছেন লোকসভার স্পিকার। সুদীপ ব্যানার্জি বলেন, এখানে আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার কোনও ব্যাপার নেই।  ওই দু’জনের সাংসদপদ খারিজ করতে হবে।  

Comments are closed.