কৃষক বন্ধু প্রকল্পে মৃত কৃষকদের ৪০০ কোটি দিল রাজ্য  

রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০১৯ সালে এই প্রকল্পের পথ চলা শুরু। কৃষকদের কৃষি কাজের জন্য অন্যান্য সুবিধা দেওয়ার পাশাপাশি কৃষকের মৃত্যুতে তাঁর পরিবারকে এককালীন দু’লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সেই মতো ডেথ বেনিফিট খাতে গত এক বছরে মৃত কৃষকদের পরিবারকে ৪০০ কোটি টাকা দিল রাজ্যের কৃষি দফতর। 

প্রকল্প চালুর পর থেকেই কৃষি দফতর জানিয়েছিল, কৃষকের মৃত্যু হলে ডেথ বেনিফিট খাতে তাঁর পরিবার ২ লক্ষ টাকা পাবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে মৃতের পরিবারকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যেমন, কৃষকের নিজের নামে জমি থাকতে হবে। মৃত কৃষকের বয়েস ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। প্রকল্পের সুবিধা পেতে হলে,  স্থানীয় বিডিও অফিসে আবেদন করতে হবে কৃষক পরিবারকে। আবেদন পত্রের সমস্ত তথ্য খতিয়ে দেখার পর, মৃতের পরিবারের কোনও সদস্যের ব্যাংকে ওই নির্দিষ্ট টাকা পাঠানো হবে। 

Comments are closed.