সর্বদলীয় বৈঠক শেষ, ‘পশ্চিমবঙ্গ দিবস’ ঠিক করতে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য

কোন দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা হবে, তা নিয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নের সেই বৈঠকে সিপিএম, কংগ্রেস বা বিজেপির মতো বিরোধী দলগুলো উপস্থিত না থাকলেও অন্যান্য দল এবং সমাজের একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। সবাই সবার মতো মত প্রকাশ করেছেন। এবার দিন নির্ধারণ করতে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনছে শাসক দল। মঙ্গলবার নবান্নের বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

বাংলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নাগরিকরা নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সিংহভাগই ১ বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস করার পক্ষে। এছাড়াও বৈঠকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, স্বাধীনতা দিবস, ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রোদের দিনটিকেও পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার প্রস্তাব ওঠে। 

এদিন সমস্ত পক্ষের পরামর্শ নেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। আপনারা যে মতামত দিলেন তা নিয়ে ৭ সেপ্টেম্বর আমরা বিধানসভায় আলোচনা করব। 

Comments are closed.