প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফল, প্রথম কলকাতার মহম্মদ সাহিল আখতার 

প্রকাশিত হয়ে গেল রাজ্য জয়েন্টের রেজাল্ট। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জামিনেশন বোর্ড সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। এবারে মোট পরীক্ষা দিয়েছিল ৯৭,৫২৪ জন। যার মধ্যে কৃতকার্য হয়েছেন ৯৬,৯১৪জন।

এবছর রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার। তিনি ডিপিএস রুবি পার্কের ছাত্র। ওই একই স্কুল থেকে দ্বিতীয় হয়েছেন, সোহম দাস। তৃতীয় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখার্জি। এবং চতুর্থ স্থানে রয়েছেন,  সৌহার্দ্য দণ্ডপাত, মেদিনীপুর কলেজিয়েট স্কুল। 

প্রসঙ্গত, রাজ্য জয়েন্টের মেধা তালিকায় প্রথমে দশে বেশিরভাগ পড়ুয়াই সিবিএসই বোর্ডের। বোর্ডের তালিকা অনুযায়ী, মেধাতালিকায় জায়গা পাওয়া প্রথম দশ জনের মধ্যে ৬ জনই সিবিএসই বোর্ডের। তিন জন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবং এক জন আইসিএসই বোর্ডের। 

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }