কেরলকে ১০ কোটি টাকা সাহায্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রাণ শিবিরে ইয়েচুরি

বন্যা বিধ্বস্ত কেরলের পাশে দাঁড়াল বাংলা। কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা সাহায্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক ট্যুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেরলের অবস্থা ভয়ঙ্কর। সেখানকার সাধারণ মানুষের পাশে আমরা আছি। পাশাপাশি ১০ কোটি টাকা সাহায্যের ঘোষণাও করেন তিনি।

এদিকে, টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড অবস্থা কেরলের। তারই মধ্যে রবিবার খানিকটা আবহাওয়া উন্নতির ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন বৃষ্টি কম থাকবে। সাড়ে তিনশ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে কেরলে। বন্যা বিধ্বস্ত কেরলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন রাজ্য। এদিন কেরলের এক ত্রাণ শিবিরে যান সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। কেরলে এখন প্রায় ১০ লক্ষ মানুষ রয়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে।

Comments are closed.