সকাল থেকেই শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, ভবানীপুরকে একককথায় তৃণমূলের ‘দুর্জয় ঘাঁটি’ বলা হয়

উপনির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। সকাল থেকেই শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। একুশের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জিতেছিলেন রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে তিনি হারিয়ে ছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটে। ৮টি ওয়ার্ডের মধ্যে শুধু ৭০ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। কারণ এই ওয়ার্ডগুলিতে ওবাঙালীদের বসবাস।

ভবানীপুর কেন্দ্রকে একককথায় তৃণমূলের দুর্জয় ঘাঁটি বলা হয়। এই বিধানসভার প্রায় প্রতিটি পাড়া ও ওয়ার্ডে তৃণমূলের হেভিওয়েট নেতা-নেত্রীরা থাকেন। ভবানীপুরে সব ধর্ম-বর্ণ-জাতির-ভাষার মানুষ একসঙ্গে বাস করে বলেই এই এলাকাকে মিনি ইন্ডিয়া বলা হয়।
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

Comments are closed.