দিল্লির অনুরোধে বিলেতে শুরু হতে চলেছে বিজয় মালিয়ার শুনানি

ভারতের অনুরোধ রেখে ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়ার বিরুদ্ধে মামলা শুরু করতে চলেছে ব্রিটিশ আদালত। শুক্রবার ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান বিচারপতি এমা আর্বাথন্ট জানিয়েছেন, ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিজয় মালিয়ার বিরুদ্ধে ব্যাঙ্ক আধিকারিকের বক্তব্যসহ ১৫০ পৃষ্ঠার আইনি নথি জমা দেওয়া হয়েছে। খুব সম্ভবত এই মামলার শুনানি শুরু হতে চলেছে মে মাস থেকে। ২০১৬ সালের ২মার্চ, ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারনায় অভিযুক্ত বিজয় মালিয়া দেশ ছেড়ে ব্রিটেনে পালিয়ে যান। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র কাছে বিজয় মালিয়ার প্রত্যার্পণ ইস্যুটি দ্বিপাক্ষিক আলোচনায় তুলেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই ব্রিটেনের এই ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে ব্রিটেনে ভারতীয় আধিকারিকরা। ১৯৯৩ সাল থেকে ভারত এবং ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত বন্দী প্রত্যার্পণ বিষয়ে একাধিক চুক্তি রয়েছে। জানা গিয়েছে, এই শুনানির পরেও ভারতীয় কর্তৃপক্ষ এবং বিজয় মালিয়া উভয়ই আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কিছুদিন আগে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে বলেছিলেন, ‘দু-দেশের গণতন্ত্র এবং বিচার বিভাগের প্রতি পারস্পারিক সম্মান রেখে কাজ করা খুবই গুরত্বপূর্ণ’।

Leave A Reply

Your email address will not be published.