কপ্টার দুর্ঘটনায় মৃত্যু সস্ত্রীক বিপিন রাওয়াতের, টুইটে শোকপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের

জীবনাবসান হয়েছে সস্ত্রীক বিপিন রাওয়াতের। টুইট করে শোকপ্রকাশ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি লেখেন, তাঁর অকাল মৃত্যু সশস্ত্র বাহিনী ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বুধবার দুপুরে নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তামিলনাড়ুর কুন্নুরে সেনা কপ্টার ভেঙে পড়ে। কপ্টারে ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত। র্ঘটনার পর বিকেলে খবর পাওয়া যায় মৃত্যু হয়েছে সস্ত্রীক বিপিন রাওয়াতের। MI 17 ভয়াবহ দুর্ঘটনায় কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছে। তাঁদের মধ্যে আছেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও।

দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর, বিকেল ৪ টে ১৫ মিনিট নাগাদ বিপিন রাওয়াতের বাসভবনে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এরপর মৃত্যুর খবর জানিয়ে টুইট করেন রাজনাথ সিংহ।

Comments are closed.