সরগরম ত্রিপুরা, মুখ্যমন্ত্রী পদে হঠাৎ ইস্তফা বিপ্লব দেবের 

তোলপাড় ত্রিপুরার রাজনীতি। বিধানসভা ভোটের এখনও এক বছর বাকি। তার আগে হঠাৎ ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শনিবার দুপুরে রাজ্যপাল এসএন আশ্চর্যের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে কোনও কারণ উল্লেখ করা না থাকলেও সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিপ্লব দেব জানিয়েছেন, দল চায় আমি এখন থেকে সংগঠনের কাজ করি। দলের নির্দেশ মেনেই কাজ করবো। 

বিপ্লব দেব একথা বললেও, ত্রিপুরার গেরুয়া শিবির সূত্রে খবর, দলের মধ্যে অন্তর্দ্বন্দের কারণেই বিপ্লব দেবকে ইস্তফা দিতে হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওদেকে ত্রিপুরার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই তাঁরা আগরতলায় পৌঁছেছেন। জানা গিয়েছে, শনিবারই ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে বিজেপি। 

এদিকে বিপ্লব দেবের হঠাৎ ইস্তফা নিয়ে তীব্র কটাক্ষ করে ট্যুইট করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের খোঁচা, এতদিন যথেষ্ট ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এতটাই যে বিজেপির কেন্দ্রীয় নেতারাও মুখ্যমন্ত্রীকে নিয়ে বিরক্ত। বিজেপি খুবই বিচলিত। শীঘ্রই ত্রিপুরায় পরিবর্তন আসবে। 

 নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই ত্রিপুরার রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী পদের জন্য এগিয়ে রয়েছেন, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মা এবং রাজ্যসভার সাংসদ মানিক সাহা। 

Comments are closed.