খুনের আশঙ্কা প্রকাশের পর কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহার করার দাবি বিজেপির

ইন্দিরা গান্ধীকে যেমন নিজের নিরাপত্তারক্ষীর হাতে খুন হতে হয়েছিল, একই অবস্থা হতে পারে তাঁরও, অরবিন্দ কেজরিওয়ালের চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করার দাবি জানালো বিজেপি।
রবিবার দিল্লি বিজেপি নেতৃত্বের তরফে দিল্লির পুলিশ কমিশনার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে লেখা চিঠিতে দাবি করা হয়, অরবিন্দ কেজরিওয়াল তাঁর মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে, নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হোক। চিঠিতে লেখা হয়েছে, কেজরিওয়ালের সংশ্লিষ্ট মন্তব্য তাঁর নিরাপত্তা রক্ষীদের মানসিক স্থিতি নষ্ট করতে পারে। তাই তাঁদের কাছে কেজরিওয়ালকে ক্ষমা চাইলে চাইতে হবে। এছাড়া যাঁরা দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, প্রয়োজন মনে করলে, তাদের সকলের মানসিক পরীক্ষা করিয়ে নিতে পারেন কেজরিওয়াল, দাবি বিজেপির।
পাঞ্জাবের একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, তাঁকে নিরাপত্তা দেন যে রক্ষীরা, তাঁরা রিপোর্ট করেন বিজেপিকে। তাঁরাই নাকি অরবিন্দ কেজরিওয়ালকে জানিয়েছিলেন, তাঁকে খুন করানোর চক্রান্ত করেছে বিজেপি।

Comments are closed.