যেখানে উন্নয়ন হবে, সেখানে আছি; জল্পনা বাড়িয়ে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপি বিধায়ক হিরণ

ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি। এবার গ্রুপ ত্যাগীদের তালিকায় নাম লেখালেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি। রাজ্য নেতৃত্ব, মূলত বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিজেপির সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন হিরণ। 

এদিন তিনি জানান, দলে সংগঠনে তাঁকে কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, দলে অনেক বড় বড় নেতৃত্ব আছেন। ওখানে আমি অপ্রাসঙ্গিক। তাই গ্রুপ ছেড়েছি। তারপরেই হিরণের ইঙ্গিত পূর্ণ মন্তব্য, যেখানে উন্নয়ন হবে সেখানে আছি। 

বিজেপি বিধায়কের এই মন্তব্যেই জল্পনা বেড়েছে। মূলত রাজ্যের শাসক দল একাধিকক্ষেত্রে উন্নয়ন কথাটা ব্যবহার করে থাকে। প্রচারের অন্যতম হাতিয়ারই হল, তৃণমূল উন্নয়নের পক্ষে। যার জেরে বিজেপি বিধায়কের মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষত, একুশের বিধানসভা ভোটের পর যেখানে অনেকেই তৃণমূলে ফিরে এসেছেন। 

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে তাঁর অভিযোগ, খরগপুরে দলের কোনও কর্মসূচিতে তাঁকে ডাকা হয়না। তাঁর দাবি রাজ্যের বিজেপি তাঁকে কাজে লাগাচ্ছে না। এই নিয়ে শীর্ষ নেতৃত্বকেও হিরণ জানিয়েছেন। 

উল্লেখ্য, যুব তৃণমূলের রাজ্যের সহ সভাপতি ছিলেন হিরণ। একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন তিনি। দলে যোগ দিয়েই খড়গপুর সদর থেকে প্রার্থী হন এবং ভোটে জয়ী হন। 

Comments are closed.