রামচন্দ্র এলেও রোধ করতে পারতেন না ধর্ষণের প্রবণতা, উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে চাঞ্চল্য।

স্বয়ং ভগবান রামচন্দ্র এলেও ধর্ষণের প্রবণতা রোধ করতে পারতেন না। রবিবার এমনটাই দাবি করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিংহ। উত্তরপ্রদেশের বাইরিয়া বিধানসভা কেন্দ্রের এই বিধায়কের আরও বক্তব্য, ‘সংবিধানে সংশোধনী এনে কখনই ধর্ষণের মতো অপরাধকে থামানো যায় না। পারিবারিক মূল্যবোধ গড়ে তোলা এবং স্মার্ট ফোন ব্যবহার কম করলে তবেই কমবে ধর্ষণের মত প্রাকৃতিক দূষণ’। সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার সাংবাদিকরা একটি অনুষ্ঠানে বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিংহকে প্রশ্ন করেন, কেন উত্তরপ্রদেশে ধর্ষণের মতো ঘটনা রোধ করা যাচ্ছে না? তারই ব্যাখ্যা এইভাবে দেন ওই বিজেপি বিধায়ক। বাইরিয়া বিধানসভা কেন্দ্রের এই বিধায়ক অবশ্য এর আগেও এমন ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি তিনি বলেছিলেন, সরকারি চাকরির চেয়ে পতিতাবৃত্তি পেশা হিসেবে অনেক ভালো। উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সীতাপুর জেলে বন্দি বিজেপি বিধায়ক কুলদীপ সিংহকে সেনগারের স্বপক্ষেও একাধিকবার সরব হয়েছেন সুরেন্দ্র নারায়ণ সিংহ।

Leave A Reply

Your email address will not be published.