‘লাভ জিহাদ’ রুখতে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার নিদান বিজেপি বিধায়কের

এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। প্রায় নিত্যদিনই কোনও না কোনও বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসার হিড়িক পড়েছে বিজেপির নেতা-মন্ত্রী, সাংসদ-বিধায়কদের মধ্যে। এই তালিকায় নবতম সংযোজন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক গোপাল পারমার। তাঁর মতে, মেয়েদের দেরি করে বিয়ে করাই ‘লাভ জিহাদের’ কারণ। তাঁর পর্যবেক্ষণ, আগে অভিভাবকরা মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিতেন,‌ সেটাই ভালো ছিল। সেই বিয়ে সারা জীবন টিকত। কিন্তু যখন থেকে ১৮ বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না বলে দেশে আইন তৈরি হয়েছে, তবে থেকে হিন্দু মেয়েদের মধ্যে মুসলমান ছেলেদের বিয়ে করার প্রবণতা (লাভ জিহাদ) বাড়ছে। এর কারণ হিসাবে এক আশ্চর্য যুক্তি দিয়েছেন এই বিজেপি বিধায়ক। তাঁর মতে কম বয়সে বিয়ে হলে ছেলে মেয়েদের মধ্যে চঞ্চলতা কম থাকে। কিন্তু বয়স বাড়লেই চঞ্চলতা বাড়ে তখন অনেক মেয়েই পালিয়ে গিয়ে ভিন ধর্মের ছেলের সঙ্গে বিয়ে করে নেয়।
কেরালায় ‘লাভ জিহাদ’ প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআই’কে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের এই বিজেপি বিধায়ক।

Leave A Reply

Your email address will not be published.