ভোট মিটতেই ফের বাংলায় নাড্ডা, যাবেন মৃত কর্মীদের বাড়িতে

বুধবার তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করছে বিজেপি

ভোটের ফল ঘোষণার পর দু’দিন কেটে গেছে। রাজ্য বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি। চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা।

এই পরিস্থিতিতে মঙ্গলবার দু’দিনের জন্য ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করছে বিজেপি।

সূত্রের খবর, এদিন দুপুর দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন নাড্ডা। সেখান থেকে সরাসরি যাবেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে। এরপর সাড়ে চারটে নাগাদ যাবেন বেলেঘাটা। সেখানেও নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করবেন।

ভোট-পরবর্তী হিংসা নিয়ে সোমবার পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে শান্তি বজায় রাখার আবেদন জানান মমতা ব্যানার্জি। শান্তির আবেদন করেন রাজ্যপালও।

ভোট-পরবর্তী হিংসা এবং দলীয় কর্মীদের নিহত হওয়ার ঘটনায় ট্যুইট করে হুমকি দিয়ছেন বিজেপির সাংসদ পরভেশ সাহিব সিংহ।

প্রসঙ্গত, দিল্লি দাঙ্গার সময় এই বিজেপি নেতাই হুমকি দিয়েছিলেন, শাহিনবাগে আন্দোলনরত লোকজন দিল্লিতে হিন্দুদের বাড়িতে ঢুকে ধর্ষণ করবে। তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়। দিল্লি ভোটে বিপুল ভোটে হারেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ ভার্মার ছেলে পারভেশ সাহিব সিংহ।

Comments are closed.