রক্তের সম্পর্কই সব নয়! মিঠুন থেকে সুস্মিতা, সন্তান দত্তক নিয়ে সমাজের কাছে এই বলিউড অভিনেতা অভিনেত্রীরা বিশেষ নজির গড়েছিলেন

সন্তান দত্তক নেওয়ার ব্যাপারে এখনো আমাদের সমাজের নানান রকম মতামত রয়েছে। অনেকেই দত্তক নেওয়া সন্তান এখনো মেনে নিতে পারে না। বিশেষ করে গ্রাম্য এলাকাগুলিতে এই ধরনের অনেক কুসংস্কার রয়েছে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যারা সন্তান দত্তক নিয়ে সমাজের কাছে নতুন পরিচয় গড়ে তুলেছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এরকম বহু মানুষ রয়েছে যারা সন্তান দত্তক নিয়েছেন। আজ তাদের কথাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব।

১. মিঠুন চক্রবর্তী : বলিউড হোক বা টলিউড সব ইন্ডাস্ট্রিতে নিজের দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনের অনেক গভীরে পৌঁছে গিয়েছেন অভিনেতা। ৯০ দশকের শুরু থেকে পুরোটাই মাতিয়ে রেখেছিলেন তিনি। সেই সময় তার ঝুলিতে পরপর হিট সিনেমা গুলি ছিল। বলিউড এখনো অভিনেতাকে ‘ডিস্কো কিং’ নামেই চেনেন। আর বাংলায় তিনি সকলের প্রিয় মিঠুনদা। সেই মিঠুন চক্রবর্তী আজ থেকে কয়েক বছর আগে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছিলেন তার কন্যা সন্তান দিশানীকে। এরপর সেখান থেকেই তুলে এনে দিশানীকে নিজের মতো করে গড়ে পিঠে মানুষ করেন অভিনেতা। বর্তমানে মেয়ে তার নয়নের মনি। মেয়েকে সমস্ত রকম শিক্ষায় মানুষ করে তুলেছেন মিঠুন চক্রবর্তী এবং তার স্ত্রী।

২. সুভাষ ঘাই : বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালকও এই তালিকায় রয়েছেন। নিজের ছোট ভাইয়ের মেয়ে, মেঘনাকে দত্তক নিয়েছিলেন সুভাষ। এরপর মেঘনাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য লন্ডনেও পাঠান। এরপর রাহুল পুরীর সঙ্গে মেঘনা গাঁটছড়া বাঁধেন। বর্তমানে সুভাষ ঘাইয়ের প্রযোজনা সংস্থার যাবতীয় কাজ দেখাশোনা করেন তিনি।

৩. সুস্মিতা সেন : মিস ইউনিভার্স ২০০০ সালে মাত্র ২৪ বছর বয়সে নিজের বড় কন্যা রিনি সেন কে দত্তক নিয়েছিলেন। এর জন্য অবশ্য সুস্মিতাকে নানান আইনি বাধা-বিপত্তি পেরতে হয়েছিল। এরপর আবার ২০০৯ সালে ছোট মেয়ে আলিশা কে দত্তক নেন তিনি। দুজন কন্যা সন্তান একসঙ্গে দত্তক নেওয়া যাবে না বলে প্রচুর বাধা-বিপত্তি এসেছিল সুস্মিতার পথে, কিন্তু তিনি হার মানেননি। অবশেষে দুজন কন্যা সন্তানকে নিতে সফল হন তিনি এবং বর্তমানে দুই কন্যা সন্তানকে নিয়ে তার সুখের সংসার।

৪. সানি লিওনি : বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনির নামও এই তালিকায় রয়েছে। ২০১৭ সালে মহারাষ্ট্রের লাতুর জেলার ২১ মাসের কন্যা সন্তানকে দত্তক নেন সানি। অভিনেত্রীর এই সিদ্ধান্তে সম্পূর্ণভাবে পাশে থেকেছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। পরবর্তীকালে দত্তক নেওয়া ওই কন্যা সন্তানের নাম রাখেন নিশা কউর ওয়েবার।

Comments are closed.