ট্রেন মিস করলেও চিন্তা নেই, অন্য স্টেশন থেকে ট্রেন ধরতে পারবেন; IRCTC-র এই নিয়ম সম্পর্কে জানুন 

যে স্টেশন থেকে ট্রেনে ওঠার জন্য টিকিট কেটেছেন, সেই স্টেশন থেকে ট্রেনে উঠতে পারলেন না। অথচ তার আগের বা পরের স্টেশন থেকে ট্রেনটি ধরলে আর ট্রেন মিস হতো না। কিন্তু টিকিটে যে স্টেশনের কথা উল্লেখ করেছেন সেই স্টেশন থেকে না উঠলে জরিমানাও দিতে হতে পারে। যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাঁদের অনেককেই প্রায়শই এই সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু IRCTC- এর এই নিয়ম জানলে আপনি সমস্যার সমাধান করতে পারেন। 

এ ধরনের পরিস্থিতি তৈরি হলে যাত্রী বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারেন। সেক্ষত্রে তাঁকে জরিমানাও দিতে হবে না। IRCTC বুকিং App থেকে যাত্রীরা তাঁদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারেন। এবং খুব সহজেই এই কাজটা করা যায়। তবে যাঁরা অনলাইনে টিকিট কাটবেন শুধুমাত্র তাঁরাই এই সুবিধা পাবেন। অফলাইনে বা ট্রাভেল এজেন্ট দিয়ে টিকিট কাটলে এই সুবিধা পাবেন না। 

কীভাবে বোর্ডিং স্টেশন পরিবর্তন করবেন? যাত্রা শুরুর ২৪ ঘন্টা আগে, অর্থাৎ ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে বোর্ডিং স্টেশন পরিবর্তন সম্ভব। তবে একবার এই বোর্ডিং স্টেশন পরিবর্তন করলে যাত্রী আর পুরোনো স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন না। বোর্ডিং স্টেশন পরিবর্তনের ক্ষেত্রে IRCTC- এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এর Booking Ticket History-তে যেতে হবে। এখানে আপনি যে টিকিটটি কেটেছেন সেটাতে ক্লিক করুন। তারপর চেঞ্জ বোর্ডিং পয়েন্ট অপশনটিতে গিয়ে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলে যাবে। ওই পেজে গিয়ে ড্রপ ডাউন অপশনে গিয়ে নতুন বোর্ডিং স্টেশন বেছে নিতে হবে। নতুন বোর্ডিং স্টেশন সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই ফোনে একটি ম্যাসেজ আসবে। এবং বোর্ডিং স্টেশন পরিবর্তনের প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। 

Comments are closed.