Budget 2021: দাম বাড়ল কার? কমলো কী?
৭৫ বছরের বেশি বয়সীদের আয়কর রিটার্ন জমা করতে হবে না
করোনা মহামারীর ফলে অর্থনীতির হাল বেহাল। এই অবস্থায় কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে ছিল দেশবাসী। বিশেজ্ঞদের মতে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে টাকার যোগান বাড়ানো দরকার। কেন্দ্রীয় সরকার সেই কথা মাথায় রেখে মধ্যবিত্তের জন্য কর ছাড় দেবে বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। প্রবীণরা আয়করের ওপর শর্তসাপেক্ষ ছাড় পেলেও মোটের ওপর হতাশ মধ্যবিত্তরা। কারণ কর কাঠামোয় কোনও বদল নেই। বাজেটে বহু পণ্যের ওপর এগ্রিকালচারাল ইনফাস্ট্রাকচার এন্ড ডেভলপমেন্ট সেস বসানোর জেরে সামগ্রিক মূল্য বৃদ্ধির আশঙ্কা থেকে যাচ্ছে। তবে এরই মধ্যে সামান্য স্বস্তি ৭৫ বছরের বেশি বয়সীদের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ৭৫ বছরের বেশি বয়সীদের আর আয়কর রিটার্ন জমা করতে হবে না।
করোনা পরিস্থিতির জন্য স্বাস্থ্য খাতে ব্যাপক খরচ বৃদ্ধি করেছেন নির্মলা সীতারমণ। সেই ঘাটতি মেটাতে একাধিক পণ্যের ওপর কৃষি উন্নয়ন সেস বসানো হয়েছে। লিটার প্রতি পেট্রোলে সেস বসেছে আড়াই টাকা, ডিজেলে লিটার প্রতি ৪ টাকা। অর্থাৎ নিত্য তেলের দাম বৃদ্ধির উপর অতিরিক্ত সেস যোগ হবে, স্বভাবতই আরও দাম বাড়বে।
এই পরিস্থিতিতে কোন কোন পণ্যের দাম বাড়ল, কোন পণ্যের কমল দেখে নেওয়া যাক এক নজরে;
দাম বাড়ছে
পেট্রল, ডিজেল, আপেল, কড়াইশুঁটি, বিদেশি মোবাইল, মোবাইল চার্জার, আমদানিকৃত ইলেক্ট্রিক্স দ্রব্য, গাড়ির যন্ত্রাংশ, জামাকাপড়, মদ, তুলো, রাসায়নিক।
দাম কমছে
চামড়ার দ্রব্য, লোহা, তামা, কাঁসা, সার, শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল ও নাইলন।