৪ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল; গোসাবা, দিনহাটায় ব্যবধান পেরোলো ১ লক্ষ

উপনির্বাচনে চার কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। তবে গোসাবা কেন্দ্রে কার্যত রেকর্ড ব্যবধানে এগিয়ে ঘাসফুল শিবির। ১২ রাউন্ড গণনা শেষে গোসাবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১ লক্ষ ৭ হাজার ৩৩৬ ভোটে এগিয়ে।

এদিকে গোসাবার পরেই ব্যবধানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দিনহাটা। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ১২ রাউন্ড গণনা শেষে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে। একুশের নির্বাচনে মাত্র ৫৭ ভোটে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হয়েছিলেন।

এদিকে শান্তিপুর কেন্দ্রটিও একুশের বিধানসভায় বিজেপির দখলে ছিল। ৬ রাউন্ড গণনা শেষে শান্তিপুরে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর ১৮ হাজারের অধিক ভোটে এগিয়ে।

সেই সঙ্গে খড়দায় তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শোভনদেব চ্যাটার্জিও ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে ২৭ হাজারের অধিক ভোটে এগিয়ে। এদিকে ষষ্ঠ রাউন্ড গণনা শেষে খড়দায় বিজেপিকে তৃতীয় স্থানে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম।

Comments are closed.