বাতিল দুয়ারে সরকার কর্মসূচি, সোমবার থেকে হাইকোর্টে সব মামলা হবে ভার্চুয়ালি

রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে দুয়ারে সরকার ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড কর্মসূচি বাতিল করল রাজ্য সরকার। শনিবারই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নবান্ন। আগামী ২ জানুয়ারি অর্থাৎ রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল দুয়ারে সরকার কর্মসূচি। নবান্ন সূত্রে খবর, দুয়ারে সরকার কর্মসূচি বাতিল করা হচ্ছে। এছাড়া ৩ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলির অনুষ্ঠানও বাতিল করা হচ্ছে।

অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ‘স্টুডেন্ট সপ্তাহ’ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই উপলক্ষ্যে ৩ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলির অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বাতিল হয়েছে সেই অনুষ্ঠান। পাশাপাশি, আগামী সোমবার থেকে সমস্ত মামলার শুনানি ভার্চুয়াল মাধ্যমে করার কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

কয়েকদিন আগেই গঙ্গাসাগর থেকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রয়োজনে ফের স্কুল, কলেজ বন্ধ হতে পারে এবং এলাকাভিত্তিক কনটেইনমেন্ট জোন ঘোষণা করে সংক্রমণ আটকানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Comments are closed.