৭ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার মামলা, দেশের ১৬৯ টি জায়গায় তল্লাশি সিবিআইয়ের

ফের ঋণখেলাপি ও প্রতারণার অভিযোগ। প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে দেশের ১৬৯ টি জায়গায় মঙ্গলবার হানা দিল সিবিআই। সিবিআই সূত্রে খবর, মোট ৩৫ টি ব্যাঙ্ক প্রতারণা মামলায় এদিন দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার বিভিন্ন টিম।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি), অন্ধ্র ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, এলাহাবাদ ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইডিবিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে। সিবিআই সূত্রে খবর, মোট ৩৫ টি ব্যাঙ্ক প্রতারণা মামলায় জড়িয়ে রয়েছে ৭ হাজার কোটি টাকা।
কাদের বিরুদ্ধে এই মামলা? সিবিআই জানিয়েছে, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র থেকে ১১৩.৫৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে এসইএল ম্যানুফ্যাকচারিংয়ের বিরুদ্ধে। অ্যাডভান্স সারফেক্টেন্টস নামে এক সংস্থার বিরুদ্ধে ১১৮.৪৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলেছে এসবিআই। দেনা ব্যাঙ্ক থেকে ৪২.১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এসকে নিট সংস্থার বিরুদ্ধে। এছাড়া কানাড়া ব্যাঙ্ক থেকে কৃষ্ণা নিটওয়্যার টেকনোলজির নামে ২৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ব্যাঙ্কগুলির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সংস্থাগুলির ডিরেক্টর, প্রোমোটারদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা করেছে সিবিআই। মঙ্গলবার তদন্তে নেমে দিল্লি, গুরুগ্রাম, চণ্ডীগড়, লুধিয়ানা, দেহরাদুন, নয়ডা, মুম্বই, থানে, সিলভাসসা, কল্যাণ, অমৃতসর, ফরিদাবাদ, বেঙ্গালরু, চেন্নাই, মাদুরাই, কোচিন ইত্যাদি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। তবে তদন্তের স্বার্থে এই অভিযান সম্পর্কে এখনই বেশি কিছু জানাতে রাজি হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Comments are closed.