অর্থলগ্নি সংস্থার মামলায় ফের পার্থ চ্যাটার্জিকে তলব CBI-এর

রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জিকে ফের তলব সিবিআইয়ের। অর্থলগ্নি সংস্থা আইকোর মামলায় আগামী ১৩ সেপ্টেম্বর তৃণমূল মহাসচিবকে সিজিও কমপ্লেক্স-এ ডেকে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ভুয়ো অর্থলগ্নি সংস্থা আয়কোরের একটি অনুষ্ঠান মঞ্চে পার্থ চ্যাটার্জিকে দেখা গিয়েছিল। সম্প্রতি তদন্তকারীরা সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ পেয়েছেন। রাজ্যের মন্ত্রী ওই অনুষ্ঠানে কেন গিয়েছিলেন, আইকোরের সঙ্গে তাঁর কী সম্পর্ক ইত্যাদি প্রশ্নের উত্তর পেতেই পার্থ চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

উল্লেখ্য এর আগেও এই একই মামলায় তৃণমূল মহাসচিবকে তলব করা হয়। গত ১২ মার্চ তাঁকে সিজিও কমপ্লেক্স-এ ডেকে পাঠানো হয়েছিল। সেই সময় ভোটের কাজে ব্যস্ত থাকায় সিজিও কমলেক্স-এ যেতে পারবেন না বলে সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী।

 আইকোর মামলার তদন্তে নেমে চিটফান্ড সংস্থার মালিক অনুকূল মাইতিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরবর্তী সময় ওড়িশার জেলে বন্দি থাকা অবস্থায় অনুকূল মাইতির মৃত্যু হয়। যার জেরে তদন্তে কিছুটা ব্যাঘাত ঘটে।

সম্প্রতি আইকোর মামলায় কলকাতার মোট পাঁচ জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রয়াত অনুকূল মাইতির স্ত্রী কণিকাকেও জিজ্ঞাসাবাদ করে ইডি।

Comments are closed.