করোনার থাবা রাজনীতিতে, সংক্রমিত শশী-সাধন, স্থিতিশীল মদন

রোজ নতুন করে সংক্রমিত হচ্ছেন একের পর এক রাজনীতিবিদ

খেলার জগত থেকে বিনোদন সর্বত্রই করোনার কাঁটা। সেখানে ছাড় পায়নি রাজনৈতিক দুনিয়াও। রোজ নতুন করে সংক্রমিত হচ্ছেন একের পর এক রাজনীতিবিদ।

বুধবার করোনায় সংক্রমিত হয়েছিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার সংক্রমিত মন্ত্রী শশী পাঁজা ও সাধন পাণ্ডে।

বুধবার রাতে শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম এ ভর্তি হয়েছিলেন মদন মিত্র। তাঁর কোভিড নিউমোনিয়া ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাই এসএসকেএম থেকে তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মদনের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে, বুধবার অধীর চৌধুরীর করোনা ধরা পড়ে। এই মুহূর্তে তিনি আইসলেশনে রয়েছেন। অধীর জানিয়েছেন, বাড়িতে থাকলেও প্রচারে ছেদ পড়বে না। নেট মাধ্যমে ভোটের প্রচার চালিয়ে যাবেন তিনি।

শশী পাঁজার করোনা সংক্রমণের পর তিনি বাড়িতে আইসলেশনে আছেন বলে জানিয়েছেন। করোনা সংক্রমিত রাজ্যের ক্রেতা-সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল তীব্র শ্বাসকষ্টে নিয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই সাধনবাবুর করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।

গত কয়েকদিনে একে একে করোনা সংক্রমিত হয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।

Comments are closed.