কোভিডের চতুর্থ ঢেউ আসার আগ বুস্টার ডোজ নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের

কোভিডের চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় রয়েছে বিশ্ব। জানুয়ারি থেকে ভারতে ষাটোর্ধ্ব ব্যক্তি ও স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে। ১৬ মার্চ থেকে ভারতে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন। কোভিডের চতুর্থ ঢেউ আসার আগেই ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু করতে চাইছে কেন্দ্র। এই বিষয়ে আলোচনা চালাচ্ছে বিশেষজ্ঞ কমিটি।

চিন, দক্ষিণ কোরিয়া এবং ইওরোপের একাধিক দেশে ইতিমধ্যেই ভয়াবহ আকার ধারণ করেছে কোভিড। চিনে লকডাউন করেও রোখা যাচ্ছে না মৃত্যু ও সংক্রমণ। শীঘ্রই এর রেশ এসে পড়তে পারে ভারতে। তাই প্রতিরোধ হিসেবে কোভিড ভ্যাকসিনের উৎপাদন এবং সরবরাহ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র। তৃতীয় ঢেউয়ে ভারতে সেইভাবে প্রভাব পড়েনি। কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন ভ্যাকসিনেশন। তাই চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আগে সকলকে বুস্টার ডোজ দিতে চাইছে কেন্দ্র। ওমিক্রনের থেকে বেশি সংক্রামক করোনা স্ট্রেন আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, ওমিক্রনের পরবর্তী স্ট্রেন আরও ভয়ংকর হতে চলেছে।

Comments are closed.