শনিবারের পর সোমবারও শহরে কালবৈশাখীর সম্ভবনা, বাকি জেলাগুলো নিয়ে কী জানালো হাওয়া অফিস ? 

শনিবারের বিধ্বংসী কালবৈশাখী ঝড়ের স্মৃতি এখনও টাটকা শহরবাসীর মনে। এর মধ্যেই ফের একবার ঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম ও মঙ্গলবার শহরে ফের কালবৈশাখী ঝড়ের সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও। আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে সপ্তাহের বাকি তিন দিন বৃষ্টির পরিমান কিছুটা কমলেও আগামী শনিবার থেকে ফের তা বাড়বে। সেই সঙ্গে দমকা হাওয়া। 

কলকাতার পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, নদীয়া, বীরভূম এবং উপকূলের জেলাগুলিতে এই কদিন বজ্রবিদুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে। 

এদিকে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এবং দুই দিনাজপুরে আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।   

Comments are closed.